ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

আলোকিত সমাজ গড়তে চান মেম্বার পদপ্রার্থী শাহিদা আনিছ মুক্তি

"আলোকিত সমাজ গড়তে; শিক্ষা,ঐক্য ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সেবা সমূহকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগনের কাছে পৌছে দেওয়াই আমার লক্ষ্য"- জানালেন শাহিদা আনিছ মুক্তি।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলা এর  ৫ নং পিংনা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড এর মেম্বার  পদপ্রার্থী শাহিদা আনিছ মুক্তি  আরও বলেন, 


"অর্থ,পেশী শক্তি ও আধিপত্য দিয়ে নয়,গরীব দূঃখীর ন্যায্য অধিকার রক্ষা,প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে পিংনা ইউনিয়ন এর ১,২ও ৩ নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার সুষমও উন্নয়ন,ও দরিদ্র বিমোচন করে একটি সুন্দর তথ্যপ্রযুক্তি নির্ভর আলোকিত জনপদ গড়তে ইউনিয়ন বাসী যেন তাদের আমানত  ভোটাধিকার প্রয়োগ করে আমাকে একজন সেবিকা হিসেবে নির্বাচিত করে এটাই আমার প্রত্যাশা। আমার নির্বাচনী প্রতীক সূর্যমুখী ফুল। 

ads

Our Facebook Page